ঝাড়খণ্ডের (Jharkhand) উপর নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পশ্চিম ঝাড়খণ্ড থেকে এই ঘূর্ণাবর্তের হাওয়া আসছে পশ্চিমবঙ্গে (West Bengal Weather Update)। তার জেরে দক্ষিণবঙ্গে (South Bengal) টানা ৩ দিন বৃষ্টি হবে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও চলছে ভারী বৃষ্টি।
টানা বৃষ্টিতে রাজ্যে বর্ষার ঘাটতি অনেকটাই পূরণ হয়েছে। তবে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় মাঝারি বৃষ্টি চলবে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।
আরও পড়ুন: মাধ্যমিকের পড়ুয়া পিছু ১০ টাকা, স্কুল তহবিলে ঢুকবে অর্থ, জানাল মধ্যশিক্ষা পর্ষদ
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি আরও বাড়বে। উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।