ফেব্রুয়ারি শেষ হতে না হতেই গরমে নাজেহাল অবস্থা কলকাতাবাসীর (West Bengal Weather Update) । সকালে আবহাওয়া মনোরম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়ছে । বৃহস্পতিবারও তাপমাত্রা বৃদ্ধির (Temparature Increasing) পূর্বাভাস রয়েছে । হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন দিন ও রাতের তাপমাত্রা (Kolkata Weather) স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি হবে । তাই ভালই গরম অনুভূত হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে । অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টি চলবে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি বেশি । সকালে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার থাকবে । তবে মেঘলা আকাশের কারণে গুমোট গরম থাকছে । আপাতত চার থেকে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে ।
আরও পড়ুন, Adeno Virus Death : রাজ্যে ফের অ্যাডিনো ভাইরাসে মৃত্যু, প্রাণ গেল ১৩ বছরের কিশোরীর
বৃহস্পতিবারও উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃষ্টির সঙ্গে কুয়াশারও প্রভাব থাকবে ।