রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে (West Bengal Weather Update) । দক্ষিণের চার জেলায় ভারী বৃষ্টির (Rain Forecast) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । বাকি জেলাগুলির তুলনায় দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে । দক্ষিণবঙ্গে (Rain Forecast in South Bengal) এখনও ৫০ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে ।
শনিবার, কলকাতাতেও (Kolkata Weather) হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । সামান্য বাড়তে পারে তাপমাত্রা । তবে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা কম । আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে । সপ্তাহের শেষে দক্ষিণের বাকি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
আরও পড়ুন, Monalisa Das: ইডির হাতে গ্রেফতার পার্থ-অর্পিতা, এবার কী তবে মোনালিসার পালা?
উত্তরবঙ্গের সব জেলাতে হালকা এবং মাঝারি বৃষ্টি হবে। শুধুমাত্র কালিম্পং ও জলপাইগুড়িতে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। মালদা, দার্জিলিং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে বৃষ্টি ঘাটতি । দুই বঙ্গেই আপাতত আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই ।
বর্ষার শুরু থেকেই দক্ষিণবঙ্গে বৃ্ষ্টির আকাল । জুলাই মাস শেষ হতে চলল । এখনও সেভাবে ভারী বৃষ্টি পায়নি দক্ষিণবঙ্গবাসী । নিম্নচাপ না তৈরি হলে এই ঘাটতি পূরণ হবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা ।