নবমীতে ভিলেন হতে পারে বৃষ্টি, এমন আভাস আগেই দিয়েছে আবহাওয়া দফতর, তবে নবমীর সকালটা কলকাতা সহ দক্ষিণবঙ্গে কাটল রোদ ঝলমলে হয়েই। বেলা বাড়লে আকাশের মুখ কতোটা কালো হয়, সেই আশঙ্কায় বাঙালি।
আলিপুর জানিয়েছে, যে ভাবে নিম্নচাপের গতিপথ বাঁক খাচ্ছে তাতে, সোমবার সকাল থেকেই কলকাতা-সহ পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকছে। কলকাতা ছাড়া বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং হাওড়ায়। নবমীতেই ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে। শক্তি বাড়িয়ে সোমবার বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় সুন্দরবন উপকূলে ধেয়ে আসবে। যদিও অতি গভীর নিম্নচাপ রূপে বাংলাদেশেই যাবে বলে মত আবহাওয়াবিদদের।
Rohit Sharma : বিশ সাল বাদ ! কিউই বধের বৃত্ত সম্পন্ন, রোহিতের মনে কিন্তু প্রশ্ন দলের ফিল্ডিং নিয়ে
নিম্নচাপের জেরে, ২৪ এবং ২৫ অক্টোবর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। আকাশের মুখ ভার থাকবে দ্বাদশীতেও। দ্বাদশীর দিনও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাত হতে পারে।