সোমবার কালীপুজোর সকাল থেকেই কলকাতায় শুরু বৃষ্টি। ঘূর্ণিঝড় সিতরাং-ও দানা বাঁধছে উপকূলে। ঝড়ের অভিমুখ বাংলাদেশের দিকে ঘুরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকলেও, আবহাওয়া দফতরের পূর্বাভাস দক্ষিণবঙ্গে ভালই প্রভাব পড়বে ঝড়জলের। রবিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়।
সারাদিনই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি চলবে মঙ্গলবারও। সোমবার ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। অতি ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণ পরগনা জেলায়।
মঙ্গলবার ভোরেই বাংলাদেশের বরিশালের কাছে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। ৪০ থেকে ৬০ কিলোমিটার/ ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতা শহরে। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। রাতের দিকে হাওয়ার বেগ আরও বাড়বে
ইতিমধ্যেই রাজ্যজুড়ে সিতরাং মোকাবিলায় জোরদার প্রস্তুতি নিচ্ছে বিপর্যয় মোকাবিলা দল। এনডিআরএফ-এর মোট ১৪টি দল মোতায়েন থাকছে রাজ্যের উপকূল-সহ বিভিন্ন এলাকায়।