শীত বিদায় নিয়েছে আগেই। চলছে ভরা বসন্ত৷ কিন্তু তার মধ্যেই ভ্যাপসা গরমে দিনের বেলায় বাড়ছে অস্বস্তি। হাওয়া অফিস (Weather Report) জানাচ্ছে, আগামী কয়েকদিন কলকাতায় এই রকমই থাকবে আবহাওয়া। তাপমাত্রা (Temperature) থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরেই।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় আপাতত বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৩৬ থেকে ৯৫ শতাংশের মধ্যে। ফলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণা বাতাস ও দক্ষিণ পশ্চিমের বাতাসের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সেই কারণে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা।
কোন কোন জেলায় বৃষ্টি হবে তাও জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এলাকায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গের সর্বত্রই। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলা কুয়াশার চাদরে মোড়া থাকবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের মতো না হলেও
দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং হুগলিতে কুয়াশা থাকবে। নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম সহ বাকি জেলাতেও কুয়াশা থাকবে।
Driving trend: চালক নয়, গাড়ির সওয়ারী হতেই বেশি স্বচ্ছন্দ জেন জি, বলছে সমীক্ষা