শুক্রবার রাজ্যজুড়ে বৃষ্টির (Rain in Bengal) পূর্বাভাস । বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছিল । কিন্তু, ফের এদিন দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather Update) । অন্যদিকে, উত্তরবঙ্গের আট জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট ।
এদিন সকাল থেকেই শহরের আকাশ মেঘলা । কয়েক জায়গায় হালকা বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে । হাওয়া অফিস জানিয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ডিগ্রির আশেপাশে । এদিন দক্ষিণবঙ্গের ৬ জেলা অর্থাৎ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে । সপ্তাহান্তে সেভাবে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও সোমবার থেকে ফের বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে । কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম-সহ মোট ১৫টি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । ছত্তিশগঢ় থেকে ওড়িশা পর্যন্ত মৌসুমি অক্ষরেখার জেরেই এই বৃষ্টি ।
শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে । শনিবারও জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে । রবিবার থেকে উত্তরে আবহাওয়ার উন্নতি হতে পারে ।