শহরজুড়ে শীতের আমেজ । বঙ্গে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া । তবে, জাঁকিয়ে ঠান্ডা পড়তে এখনও খানিকটা দেরি । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার রাজ্যজুড়ে পারদ সামান্য নেমেছে । সপ্তাহান্তে তাপমাত্রা আরও কমতে পারে । তবে, এরই মধ্যে চোখ রাঙাচ্ছে দক্ষিণ আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত । তার প্রভাব কি বাংলায় পড়বে ?
আবহাওয়া দফতর সূত্রে খবর, ওই ঘূর্ণাবর্তের অভিমুখ থাকবে অন্ধ্র উপকূলের দিকে । সেক্ষেত্রে, বাংলায় প্রভাব পড়ার সম্ভাবনা কম । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই । মেঘমুক্ত, ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে । আগামী চার দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে । পশ্চিমের জেলাগুলিতে ভালই শীত শীতভাব । ওই জেলাগুলিতে তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে । সপ্তাহের শেষ পারদ আরও নামতে পারে ।
উত্তরবঙ্গের জেলাগুলিতে মনোরম আবহাওয়া থাকবে । আগামী তিন-চারদিন শীতের আমেজ বাড়বে পার্বত্য এলাকাগুলিতে । এদিন, কলকাতার আকাশ পরিষ্কার থাকবে । তাপমাত্রা ইতিমধ্যেই ২০ ডিগ্রির নীচে নেমেছে । শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি ।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে শনিবার । রবিবার, তা নিম্নচাপে পরিণত হতে পারে । ২৭ নভেম্বর সোমবার তা গভীর নিম্নচাপে পরিণত হবে । আপাতত এর অভিমুখ পশ্চিম-উত্তর পশ্চিম অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে । আর গভীর নিম্নচাপ যখন ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে মিগজাউম ।