বিজয়াদশমীতে প্রবল বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। সোমবার তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে৷ এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে 'হামুন'। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে 'হামুন' প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
মহানবমীতে বৃষ্টি হয়েছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে দু’এক জায়গাতে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। এরপর রাতের পূর্বাভাসে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় 'হামুন' তৈরির কথা জানাল হাওয়া অফিস।
ঘূর্ণিঝড়ের প্রভাবে দশমী এবং একাদশীর দিন ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।