গোটা শ্রাবণ মাসজুড়ে সেভাবে বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে । ভাদ্রের শুরু থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে (West Bengal Weather Update) । প্রথমে নিম্নচাপ । তারপর মৌসুমি অক্ষরেখার সক্রিয়তা । গত কয়েকদিন থেকে মোটামুটি ভালই বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ (Bengal Rain Forecast) কমবে । আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে বৃষ্টির পরিমাণ ফের বাড়তে পারে । ২৭ ও ২৮ তারিখে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বেশি বৃষ্টি হতে পারে । বিশেষত কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়িতে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে ।
আরও পড়ুন, Anubrata Mondal : গারদে অনুব্রত, হাসপাতাল ওয়ার্ডে প্রথম রাতে বরাদ্দ ডাল-রুটি, কোমড না থাকায় চিন্তা
বৃহস্পতিবার, কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । এদিন, শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ৷