শীত শেষ। বেলা বাড়লেই বাড়ছে উত্তাপ (Weather Forecast)। শনিবার সকালে কলকাতা ও পাশ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
ফেব্রুয়ারির শেষে বেলায় সামান্য গরম হলেও সন্ধ্যার পর দক্ষিণ ও পশ্চিম বাতাসে শিরশিরে ঠান্ডার অনুভূতি হচ্ছে (West Bengal Weather)। তবে মার্চ থেকেই দক্ষিণবঙ্গে পারদ বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হওয়ার পরই গরম বাড়বে।
আরও পড়ুন: ১ মার্চ থেকে ৬ শতাংশ DA বাড়বে সরকারি কর্মীদের, বিজ্ঞপ্তি জারি নবান্নের
পশ্চিমের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা উর্ধ্বমুখী। বুধবার কোথাও তাপমাত্রা ৩৭ ডিগ্রিও পেরিয়ে গিয়েছে। উত্তরবঙ্গে পাঁচ জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা আছে।