ঘূর্নাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি। বেলা বাড়লে গরমের দাপট বাড়ছে। তবে আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া! ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কি বৃষ্টি হবে!
রবিবার সকালে কলকাতার আকাশ মেঘলা। সঙ্গে রয়েছে দমকা হাওয়া। শনিবার বিকেল ও সন্ধ্যায় কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি হয়েছে। রবিবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সপ্তাহে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণের বেশিরভাগ জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা ফের বাড়বে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
আরও পড়ুন: এখনও উত্তপ্ত সন্দেশখালি, ক্যাম্পে অভিযোগ লেখানোর আবেদন বসিরহাটের পুলিশ সুপারের
আগামী সপ্তাহে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। হাওয়া অফিস বলছে, নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।