জানুয়ারির শেষ থেকেই শীতের ছিটেফোঁটাও নেই। হুহু করে বাড়ছে তাপমাত্রা। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ১৭.২°সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬° সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬৫%। কলকাতা সহ দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশায় ঢাকবে চারিপাশ। বেলা বাড়তেই পরিস্কার হবে চারিপাশ।
জানুয়ারির শুরুতে হাড়কাঁপানো ঠাণ্ডা পড়লেও শেষে একেবারেই উধাও শীত৷ পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীত ঘূর্ণাবর্তের জেরেই দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিতে চলেছে শীত। এদিকে রাত পোহালেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো। দুপুরের দিকে রীতিমতো গরম লাগতে পারে। আগামী ৪দিন আবহাওয়া শুষ্কই থাকবে।