ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবল থেকে প্রায় মুক্তি পেয়েই গেছে পশ্চিমবঙ্গ। ক্রমশ মেঘমুক্ত হচ্ছে আকাশ। মঙ্গলবার সকাল থেকে ক্রমশ উন্নতি হবে আবহাওয়ার। বৃষ্টি, ঝোড়ো হাওয়ার বেগও কমার সম্ভাবনা। ঘূর্ণিঝড় সিত্রাং যে আমফান হবে না, তা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।
মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশে আছড়ে পড়েছে সিত্রাং। এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর কহবর পাওয়া গিয়েছে। বাংলাদেশের ১৩টি জেলায় সিত্রাং-এর প্রভাব পড়েছে। ঘূর্ণিঝড় অতিক্রম করার সময় উপকূলবর্তী এলাকায় ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার।
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সোমবার দিনভর বৃষ্টি ঝোড়ো হাওয়া বইলেও মঙ্গলবার সকাল থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে ভারতীয় মৌসম ভবন।