সোমবার দক্ষিণবঙ্গের সবক’টি জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। দক্ষিণবঙ্গের ১৩টি জেলা এবং উত্তরবঙ্গের তিনটি জেলায় তাপপ্রবাহ চলতে পারে। চলতি সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। লু-বইতে পারে।
৫৫ দিন বৃষ্টিহীন কলকাতা। মঙ্গলবার কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের (South Bengal) ১২টি জেলায় এবং উত্তরবঙ্গের মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
দুপুরের চড়া রোদ, সঙ্গে শুষ্ক এবং অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গ জুড়ে। এই পরিস্থিতি থেকে এখনই রেহাই পাওয়ারও সম্ভাবনা নেই। আপাতত পাহাড় এবং ডুয়ার্সের পাঁচ জেলা ছাড়া উত্তরবঙ্গও (North Bengal) নাজেহাল গরমে।