উৎসবের মরশুমে ঊর্ধ্বমুখী তাপমাত্রার (Weather) পারদ। বড়দিনের (Christmas) ছুটিতে এক ধাক্কায় আরও তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ল কলকাতায় (Kolkata)। সোমবার কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি।
আবহবিদরা জানিয়েছে, রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে পারছে না। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। যার জেরে পৌষেও জাঁকিয়ে শীত অনুভব করতে পারছে না রাজ্যবাসী। তবে, আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বড়দিনে তাপমাত্রা বাড়লেও ঠাণ্ডার অভাব পূরণ হয়ে যাবে বর্ষ শেষের রাতে।
বড়দিনের সকালে কলকাতা তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু-ডিগ্রি বেশি। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৪৯-৯৬ শতাংশ। সকাল থেকেই কুয়াশায় ঢাকা কলকাতার আকাশ। তবে, বেলার দিনে আকাশ পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টির কোনও সম্ভবনা নেই।
আরও পড়ুন- বাংলার দত্তক পুত্র, বইও লিখতে চান, বড়দিনে রাজ্যের প্রশংসায় রাজ্যপাল
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা নেই। তবে, সোমবার বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙে। যদিও বিক্ষিপ্তভাবে হাল্কা বৃষ্টি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এছাড়াও বৃষ্টির সম্ভবনা রয়েছে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দু-এক জায়গায়।