শুক্রবারের বৃষ্টির প্রভাব শনিবারে কমে যাবে (West Bengal weather update) বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। বিক্ষিপ্তভাবে কিছুটা প্রভাব থাকবে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে।
বৃষ্টি নেই। জনজীবনও স্বাভাবিক। তবে, শনিবার সকাল থেকেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আকাশের মুখ ভার দক্ষিণ ২৪ পরগনাতেও। অল্প বৃষ্টির সম্ভাবনা (Mild rain forecast) রয়েছে কিছু জায়গাতে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে আগামীকাল দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ইউক্রেনের হাতে মৃত ১০০০ রুশ সৈন্য, যুদ্ধ থামাতে রাশিয়াকে অনুরোধ জেলেনস্কির
শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Mild rain forecast)। তবে, আগামী সোমবার, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে সর্বত্র আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর (West Bengal weather update)।
শনিবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।