গত দু'দিনের মতোই বুধবারও রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির (rain) সম্ভাবনা। উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা বৃষ্টি হতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। আজ কলকাতার (Kolkata ) সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
সকালে কলকাতা-সহ বিভিন্ন জেলা ছিল কুয়াশার চাদরে ঢাকা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কাল থেকে পরিষ্কার আকাশ। কমবে রাতের তাপমাত্রা। শনি-রবিবার ৩ থেকে ৫ ডিগ্রি নামতে পারে পারদ। সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ। তবে শনিবার উত্তর-পশ্চিম ভারতে ফের ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে শীতের আমেজ বেশিদিন স্থায়ী হবে না বলেই অনুমান আবহাওয়াবিদদের।