আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল, এবার সরস্বতী পুজো (Saraswati Puja 2023) গরমেই কাটবে । এদিন সকাল থেকে সেরকমই আবহাওয়া টের পাচ্ছে বঙ্গবাসী । শীতের লেশমাত্র নেই (West Bengal Wather Update ) । সকালের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়বে । শাড়ি, পাঞ্জাবি পরে রীতিমতো গলদঘর্ম অবস্থা হতে পারে । পশ্চিমী ঝঞ্ঝার জেরেই তাপমাত্রা বাড়ছে বলে পূর্বাভাস আবহাওয়া (Weather Forecast) দফতরের ।
প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজোর দিন সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । এদিন, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রির আশেপাশে । আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । আগামী কয়েকদিন তাপমাত্রা ঊর্ধ্বগামী থাকবে । তবে রাতের দিকে তাপমাত্রা সামান্য কমবে ।
উত্তরবঙ্গের আবহাওয়াতেও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়েছে ।