পশ্চিমী ঝঞ্জা নেই, রাজ্যে অবাধে প্রবেশ করছে উত্তুরে হাওয়া । শুক্রবার তাপমাত্রা কিছুটা বাড়লেও, শনিবার শহরে ফের পারদ পতন । প্রায় ১ ডিগ্রি কমল তাপমাত্রা । রবিবার কলকাতার তাপমাত্রা আরও কমতে পারে । সপ্তাহ শেষে জাঁকিয়ে শীত অনুভূত করতে পারে বাঙালি ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের ১ ডিগ্রি কম। শুক্রবার ছিল ১৭.৬ ডিগ্রি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে । হাওয়া অফিস জানিয়েছে, আগামী চার-পাঁচ দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । উত্তুরে হাওয়া প্রবেশ করবে অবাধে । তাই রবিবার থেকে আরও ২-৩ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে । আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্কই থাকবে ।
পশ্চিমের জেলাগুলিতে কনকেন ঠান্ডা অনুভূত হবে । এখানকার জেলাগুলিতে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি নিচে । পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, নদিয়া বীরভূম এই সমস্ত জেলায় কলকাতার থেকে শীতের প্রকোপ বেশি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিক বা কোথাও কোথাও স্বাভাবিকের সামান্য নিচে থাকবে । উল্লেখ্য, হাওয়া অফিস আগেই জানিয়েছে, ডিসেম্বর আসার আগেই হাড় কাঁপানো শীত পড়বে বঙ্গে।