সপ্তাহের শুরুতে তাপমাত্রা পড়লেও ফের গরম বাড়ছে রাজ্যে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ফের গরমে নাকাল হতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সূত্রের খবর, আগামী দু’দিনের মধ্যেই ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। তবে আপাতত তাপপ্রবাহের আশঙ্কা নেই।
কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আংশিক মেঘলা আকাশ। বিকেল বা সন্ধের দিকে বৃষ্টি হলেও হতে পারে। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিটাও ক্রমশ বাড়তে থাকবে। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫০ থেকে ৮৬ শতাংশ।