খাতায় কলমেই শুধু শরত এসেছে, বাংলার আকাশে কিন্তু মেঘ বৃষ্টির খেলা চলছে ভরপুর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ শক্তি বাড়িয়ে এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। এর প্রভাবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে।
কলকাতায় দিনভর মেঘলা আকাশ। দুপুর পর্যন্ত নিবিড় ভাবে কয়েক পশলা হালকা এবং মাঝারি বৃষ্টির সতর্কতা। বুধবার থেকে শুক্রবার কমবে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শনি-রবিবার অর্থাৎ সপ্তাহান্তে ফের ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সকালের দিকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫৮ মিলিমিটার।