মঙ্গলবার কলকাতা-সহ (Kolkata Weather) দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather Update) । যদিও, সামান্য বৃষ্টিতে (Rain) গুমোট গরম কমবে না । বরং তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । তাপমাত্রার পাশাপাশি অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতাও । এদিকে, পুজোর আগে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে । সোমবারই আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোর (Durga Puja 2022) সময় বৃষ্টি হতে পারে ।
হাওয়া অফিস জানাচ্ছে, সপ্তমী থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে । বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় । তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর । অন্যদিকে, উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা । ৪ ও ৫ অর্থাৎ নবমী ও দশমী উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
আরও পড়ুন, Darjeeling: পুজোর আগেই পর্যটকদের উপহার রেলওয়ের, ভিস্তা ডোম কোচ নিয়ে যাত্রা শুরু টয় ট্রেনের
মঙ্গলবার, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে । সারাদিন মেঘ-রোদের লুকোচরি খেলা চলবে । দুপুরের পর হালকা বৃষ্টি হতে পারে ।