লাগাতার কদিন বৃষ্টির পর মঙ্গলবার থেকে গলদঘর্ম অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। আগামী শুক্রবার পর্যন্ত হাই টেম্পারেচার জারি থাকবে দক্ষিণবঙ্গে। তবে সপ্তাহান্তে ফের আবহাওয়া বদলের ইঙ্গিত হাওয়া অফিসের। শনিবার থেকে দক্ষিণবঙ্গে ফিরতে পারে বৃষ্টি। বঙ্গপসাগরে তৈরী হওয়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা।
Abhishek Banerjee: বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ তৃণমূলের, অভিষেকের অফিসের সামনে চিঠির পাহাড়
এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি থাকবে, ফলত গরম বাড়বে তা বলাই বাহুল্য।