বৈশাখের তাপে পুড়ছিল বাংলা। ভাদ্র মাসেও সেই গরম আবার ফিরে আসতে পারে। এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। কারণ, অসমে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। যার জেরে উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হলেও উত্তাপ বাড়বে দক্ষিণবঙ্গে।
এ বছর বর্ষার গোড়া থেকেই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গ। বিশেষ করে জলপাইগুড়ির অবস্থা এই বছরও বেশ খারাপ হয়েছে। তবে বড় কোনও ঘটনা ঘটেনি দক্ষিণবঙ্গে।
আলিপুরের দাবি, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই চার থেকে পাঁচ ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে পারে। সেইসঙ্গে বাড়তে পারে অস্বস্তি।
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকছে। বিশেষ করে পাহাড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অসমে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে এই পাঁচ জেলায় বৃষ্টির প্রভাব বাড়তে পারে বলেই দাবি আলিপুর আবহাওয়া দফতরের।