বসন্ত উৎসবে বসন্তের ছিটেফোঁটা পাবে না বঙ্গবাসী, বরং হাঁসফাঁস গরমে কাটবে দোল, তেমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। মার্চের গোড়াতেই বাড়বে গরম। প্রথম সপ্তাহেই পারদ ৩৫ ডিগ্রি ছাড়াতে পারে। জেলায় জেলায় আবহাওয়ার ভোলবদলও শুরু হবে মার্চের প্রথম দিকে।
দক্ষিণবঙ্গে ( South Bengal Weather ) আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে।
TMC twitter account hacked : বদলে গেল নাম, ডিপি, তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড
উত্তরবঙ্গের বাকি জেলাতে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী কয়েকদিন স্বাভাবিক বা তার ওপরই থাকবে উত্তরবঙ্গের তাপমাত্রা। মার্চের প্রথম সপ্তাহেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।