একদিকে ঝমঝমিয়ে বৃষ্টি (Rain Forecast) তো আর একদিক প্রায় শুষ্ক । দক্ষিণে (South Bengal) বৃষ্টি তো হচ্ছে । কিন্তু,কোথাও ছিঁটেফোঁটা তো কোথাও হালকা থেকে মাঝারি । গোটা জুন মাসটা এভাবেই কাটবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারীর বৃষ্টির পূর্বাভাস (West Bengal Weather Update) রয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,মঙ্গলবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কলকাতায় (Kolkata) আংশিক মেঘলা আকাশ থাকবে, মাঝে মাঝে রোদের দেখা মিলবে । সেইসঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে । বেশি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর (East Medinipur), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana), ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে । কলকাতায় হালকা বৃষ্টি (Kolkata Rain Forecast) হবে । কোথাও একটানা বৃষ্টির সম্ভাবনা নেই । জুলাইয়ের আগে দক্ষিণে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । কলকাতায় বৃষ্টির ঘাটতি ৬৬ শতাংশ । দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে ৪৫ শতাংশ ।
আরও পড়ুন, News Anchor Breaks Down in Live: হৃদয়বিদারক, সহকর্মীর মৃত্যুর খবর পড়তে গিয়ে কান্না উপস্থাপিকার
এদিন, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সম্ভাবনা । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে । অন্যদিকে, মঙ্গলবার থেকে টানা অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় । প্রবল বৃষ্টির ফলে পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টির পরিমাণ এখনও পর্যন্ত ৫১ শতাংশ ।