পুজোয় (Durga Puja 2022) চুটিয়ে ঠাকুর দেখার প্ল্যান ? কিন্তু, সঙ্গে ছাতা রাখতে ভুলবেন না যেন। কারণ আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, পুজোয় বৃষ্টি (Rain in Durga Puja) হওয়ার সম্ভবনা রয়েছে । সপ্তমী থেকে নবমী...পুজোয় ঘোরার প্ল্যানে বাধ সাধতে তৈরি বৃষ্টি । অষ্টমী (Ashtami) ও নবমীতেই (Nabami) কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । মূলত, উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । (West Bengal Weather Update)
আজ, বুধবার তৃতীয়া । এদিন, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও । এদিকে, গুমোট গরম যেন যাচ্ছে না । বৃষ্টি ও গরমের মধ্যে পুজোর উন্মাদনায় মেতেছে কলকাতা । এদিন, কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশেপাশে থাকবে ।
আরও পড়ুন, Howrah : রবিনসন স্ট্রিটের ছায়া এবার হাওড়ায়, তিনদিন ধরে মায়ের পচগলা দেহ আগলে মেয়ে
আবহাওয়া দফতর জানিয়েছে, ষষ্ঠী পর্যন্ত এরকম বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে । তবে সপ্তমী থেকে বৃষ্টি বাড়বে । আবহাওয়া দফতর জানিয়েছে, ৩০ তারিখ রাতে দক্ষিণ মায়ানমারে উপকূলবর্তী এলাকায় নিম্নচাপ ঘনীভূত হবে । ১ তারিখ তা ছোটখাটো সাইক্লোনের রূপ নিতে পারে । গতিপথ হবে সুন্দরবন, কলকাতা হয়ে রাজ্যের পশ্চিমাঞ্চলের দিকে । ফলে ৩,৪ ও ৫ তারিখ ভারী বৃষ্টি হতে পারে কলকাতা ও উপকূলবর্তী এলাকায় ।