খাতায় কলমে এখনও বসন্ত। এই বসন্তেই ৪০ ডিগ্রি পেরলো বঙ্গের তাপমাত্রা। কলকাতাতেও ৩৭ ডিগ্রি পেরলো পারদ। বইবে লু! বুধবার থেকে তাপপ্রবাহের সতর্কবার্তা পশ্চিমের জেলাগুলিতে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস। আরও বাড়বে উষ্ণতা। মঙ্গলবার উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি।
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।
চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পেরিয়েছে। ৪০ থেকে ৪২ ডিগ্রিতে চলে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা।