জুলাই মাস । ভরা বর্ষাকাল (Monsoon) । কিন্তু, দক্ষিণের মানুষরা আর তা টের পাচ্ছেন কই ! বৃষ্টি (Bengal Rain Forecast) ওই ছিঁটেফোটা । তাতে গরম (West Bengal Weather Update) আরও বাড়ছে । সেইসঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছে । এখনও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই । দক্ষিণে হালকা থেকে মাঝারি বৃষ্টিরই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । অন্যদিকে, উত্তরবঙ্গে (North Bengal Rain Forecast) বৃষ্টি কমবে ।
শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । এর মধ্যে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে, ভারী বৃষ্টি কোথাও হবে না । রবিবার বৃষ্টির পরিমাণ আরও কমবে । এদিন,কলকাতাতেও (Kolkata) বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ।
আরও পড়ুন, Durga Puja 2022 : এবার লেবু তলায় স্বাধীনতার অমৃত মহোৎসব, থাকছে লালকেল্লা থেকে সংসদ ভবন
উত্তরে একটানা ভারী বৃষ্টি হয়ে চলেছে । তবে, এবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । গত ৭২ ঘণ্টার তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ কমবে । কোচবিহার ও আলিপুরদুয়ারে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে । বাকি দিন মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে । হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে । মালদা ও দুই দিনাজপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে । ভ্যাপসা গরমে ভোগান্তি বাড়তে পারে । এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস । সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ।