দীর্ঘ ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। মৌসুমী বায়ু আরো খানিকটা অগ্রসর হয়ে উত্তর-পূর্ব ভারতের মণিপুর মিজোরাম ও নাগাল্যান্ড প্রবেশ করেছে। আগামী দুই দিনের মধ্যে উত্তরবঙ্গের এবং সিকিমে প্রবেশ করবে।
দুদিনে বর্ষা (Monsoon) প্রবেশ করলেই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। বিশেষ করে দার্জিলিং কুচবিহার আলিপুরদুয়ার সহ ওপরের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টি হবে ।দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূমে ঝড় বৃষ্টি হবে। কলকাতাতে আগামী দুদিন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তাপমাত্রা মেঘলা আকাশ থাকার জন্য অনেকটা কমেছে।
কেকে-র মৃত্যুর জের? নেতাজী ইন্ডোরে সুরেন্দ্রনাথ কলেজের ফেস্টে অনুমতি দিল না রাজ্য
আগামী দু'দিন দুই বঙ্গের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বেশি থাকার জন্য আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।