জোড়া নিম্নচাপের কাঁটা। শনিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার ব্যাপক রদবদল। আরব সাগর, বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ আছে। আগামী দুই দিনে এই জোড়া নিম্নচাপ শক্তি বাড়াবে। তার জেরেই শনিবার সকাল থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গের ৯ জেলায়। আগামী ৪-৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ২ অক্টোবরের পর বৃষ্টি বাড়বে অন্য জেলাগুলিতেও। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়াতেও ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূমেও নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে। উপকূল অঞ্চলে শনিবারের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। শনি ও রবিবার নতুন করে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
আরও পড়ুন: ট্রেন বাতিলের পর বিকল্প রাস্তা, শনিবার বাসেই দিল্লি রওনা তৃণমূল কর্মীদের
উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পংয়ে বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। বৃষ্টি হবে কোচবিহার ও জলপাইগুড়িতেও। ভারী বৃষ্টির জেরে পার্বত্য অঞ্চলে ধস নামতে পারে।