দরজায় কড়া নাড়ছে এ পার বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। বছরভরের আবহাওয়া নিয়েও যাদের মাথা ব্যথা কম, বছরের এই সময়টা তাঁরাও চোখ রাখেন আবহাওয়ার খবরে। বিগত কয়েকদিনের মতো মহালয়াতেও কি বৃষ্টি হবে?
কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মহালয়ার দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।কিন্তু উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় মহালয়ার দিন থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের দিন-রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। আপাতত কয়েকদিন আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার থেকে। বাকি জেলায় বিক্ষিপ্তভাবে মূলত হালকা বৃষ্টির পূর্বাভাস।
কলকাতায় সোমবার বৃষ্টির সম্ভাবনা কম। আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা সামান্য বাড়বে। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সোমবার কলকাতায় সর্বনিম্ন এবং সোর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।