বর্ষা এসে গিয়েছে রাজ্যে। প্রতিদিনই আকাশের মুখ ভার। রাজ্যের প্রায় সর্বত্রই আংশিক মেঘলা আকাশ। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এর অন্যথা হচ্ছে না আজও। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বেলার দিকে বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টি অব্যাহত । আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় আজ, বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং দিনাজপুর এই জেলাগুলিতে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আরও ৪-৫ দিন।
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনও জেলাতে আপাতত নেই বলে মনে করছেন আবহাওয়াবিদরা।