বড়দিনের মতো বর্ষবরণেও যেন অকাল বসন্ত! শীত উধাও। নতুন বছরের প্রথম রাতের তাপমাত্রা সামান্য কমলেও, তাতে খুব একটা কিছু হেরফের হবে না, পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়াও। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পুবালি হাওয়ার দাপট। তার জেরেই বেলা বাড়লে শীতের আমেজ থাকছে না। বছরের শেষ দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।
নতুন বছরের শুরুতে সান্দাকফু-সহ দার্জিলিঙের উঁচু এলাকায় তুষারপাত হতে পারে। দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। কলকাতায় আগামী ৪ জানুয়ারি পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা নেই। তারপর ১৫ ডিগ্রির নিচে নামবে কলকাতার পারদ। তার আগে পর্যন্ত ভোরের দিকে সামান্য শীতের আভাস থাকলেও, বেলা বাড়লেই তাপমাত্রা এবং জলীয় বাষ্পের অস্বস্তি ভোগাবে।