কী হবে সরস্বতী পুজোয় (Saraswati puja) ? ছাতা মাথায় দিয়ে অঞ্জলি নাকী ঝকঝকে আকাশ ? এই নিয়ে খানিকটা দোটানায় আবহবিদরা। তাঁদের একাংশের দাবি, শনিবার পুজোর আগে, শুক্রবারই বেশি বৃষ্টি হতে পারে রাজ্যে (Rain forcast)। কারণ, ফের এক ঝঞ্ঝা ধেয়ে আসছে। যার জেরে মঙ্গলবার থেকে আকাশে মেঘ ঢুকতে শুরু করবে। এবং কমতে থাকবে শীতের (Winter) দাপট। তা-হলে শীতের শেষের শুরু হয়ে গেল ? সেটাও অবশ্য এখনই বলা যাচ্ছে না। কারণ, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সরস্বতী পুজো কাটিয়ে আবার ফিরতে পারে শীত।
হাওয়া অফিসের খবর, সোমবার কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩.২ ডিগ্রি। স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪.১, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে।রবিবার শিলিগুড়ি, কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ৫-৬ ডিগ্রিতে নেমে যায়। গাঙ্গেয় বঙ্গকেও কাঁপিয়ে দিচ্ছে শীত। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৪ ডিগ্রি। কোচবিহারে ৫.৬ ডিগ্রি। জলপাইগুড়ি সামান্য বেশি। তবে সেখানেও হাড় কাঁপিয়ে দিচ্ছে শীত।
আরও পড়ুন : শিশুমনের বিকাশে বাধা! অবিলম্বে স্কুল খোলার আর্জি জানিয়ে মমতাকে খোলা চিঠি চিকিৎসকদের
কিন্তু শীতের পরাক্রমে হঠাৎ ভাটা পড়ার আশঙ্কা কেন? হাওয়া অফিস জানাচ্ছে, শীত যে এ বার কখনও দোর্দণ্ডপ্রতাপ, কখনও কোণঠাসা তার পিছনে মূলত পশ্চিমী ঝঞ্ঝা। তার মধ্যেও, বেশ চালিয়েই খেলেছে শীত। দমদম ও সল্টলেকে সর্বনিম্ন তাপমাত্রা রবিবারই নেমে গিয়েছে ১১.৮ ডিগ্রিতে। ব্যারাকপুরে রাতের তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি।