গরমে নাজেহাল বঙ্গবাসী (West Bengal Weather Update) । সকালে আর্দ্রতাজনিত অস্বস্তি, বিকেলের দিকে ছিটেফোঁটা বৃষ্টি যেন গরম আরও বাড়িয়ে দিচ্ছে । মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে । বাড়বে ভ্যাপসা গরম । এদিন বিকেল-সন্ধেয় ঝড়-বৃষ্টি (Kolkata Rain Forecast) হতে পারে । এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের । তবে, গরম তাতে আদৌ কমবে কি না, সেই বিষয়ে সন্দেহ রয়েছে ।
কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মেদিনীপুর, মুর্শিদাবাদে । এদিন, কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে । সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে । সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস । আগামী পাঁচ থেকে ছয়দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তবে, বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপমাত্রা বাড়তে পারে ।
আরও পড়ুন, Brazil Flood: প্রবল বন্যায় বেহাল ব্রাজিল, মৃত প্রায় একশো! নিখোঁজ অনেকে
এদিনও, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিং (Darjeeling) , কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে ।
ইতিমধ্যেই কেরলে বর্ষা প্রবেশ করেছে । কেরলে (Kerala) বর্ষা ঢোকার পর উত্তর-পূর্ব ভারতে (North East India) বৃষ্টির অপেক্ষায় দিন গোনা শুরু । মৌসম ভবন জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতে বর্ষা ঢুকবে । এখন বঙ্গে কবে বর্ষা ঢোকে, তারই অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী ।