কালীপুজোর পর থেকেই রাজ্যে হালকা শিরশিরানি অনুভূত হচ্ছে ভোরের দিকে। তবে বেলা বাড়তেই বাড়ছে গরম। আপাতত এই পরিস্থিতিই থাকবে বলছে জানিয়েছে আবহাওয়া দফতর।
নভেম্বরের মাঝামাঝি উত্তরে হাওয়া ঢুকলে তবেই তাপমাত্রা আরও নামবে এবং শীত অনুভব হবে, তার আগে শীত পড়ার সম্ভাবনা নেই। আপাতত দিনের তাপমাত্রা নামতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।
আংশিক মেঘলা আকাশ থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বেলা বাড়লে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত দিন ও রাতের তাপমাত্রার সেরকম পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। গত দশ বছরে এটাই ছিল অক্টোবরের শীতলতম দিন। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি