দুর্গাপুজো মিটতেই বাতাসে একটা হিমেল পরশ । রাতের দিকে একটা চাদর গায়ে না টানলে হচ্ছে না । তবে, জাঁকিয়ে শীত পড়তে দেরি এখনও । এরই মধ্যে হাওয়া বদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর । হাওয়া অফিস জানিয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহেই একটু একটু করে বাড়বে তাপমাত্রা ।
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকেই ঊর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গে পারদ । মাসের প্রথম তিন থেকে চার দিন দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। আগামী বেশ কিছুদিন তাপমাত্রা ওঠানামা করতে পারে । তবে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । শুষ্কই থাকবে দক্ষিণের জেলাগুলি । পশ্চিমের জেলাগুলিতে রাতের দিকে হালকা শীতের আমেজ থাকবে ।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার বিশেষ বদল হবে না । শীতের আমেজ অনুভূত হচ্ছে বেশ কয়েকদিন ধরেই । বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই । মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রির আশেপাশে, সবর্নিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস