বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আরও বাড়বে উষ্ণতা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
সপ্তাহান্তে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। শনিবার ঝড়-বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও।
বুধবার থেকে পরের ৩/৪ দিন পশ্চিমের জেলা-বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম কার্যত দাবদাহে জ্বলবে। চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।