মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের রেশ কাটতে শুরু করেছে । ফের বঙ্গে (West Bengal Weather Update) জোরালো প্রবেশ ঘটছে উত্তুরে হাওয়ার । শনিবারই তা টের পেল বাংলা । এদিন, ভোরের দিকে বেশ কনকনে ঠান্ডা (Winter Update) ছিল । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার এই মরশুমের শীতলতম দিন । ফের তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রির ঘরে । আগামী কয়েকদিন পারদ আরও কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস । পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডা (Kolkata Winter Update) আরও কমেছে । তাপমাত্রা প্রায় ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে । আগামী কয়েকদিন তাপমাত্রা নামবে । কলকাতায় বিশেষ করে রাতের তাপমাত্রা আরও কমবে । শনিবার, শহরের আকাশ মূলত পরিষ্কারই থাকবে । বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই খবর ।
আরও পড়ুন, Noti Binodini : রামকমলের 'নটী বিনোদিনী'-তে প্রসেনজিৎ ? গুরুত্বপূর্ণ চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায়
মাঝ নভেম্বরে বেশ অনেকটাই নেমেছিল পারদ । কনকনে শীত অনুভূত হচ্ছিল রাজ্যজুড়ে । তবে, নভেম্বরের শেষ থেকে ফের একটু একটু করে বাড়ছিল তাপমাত্রা । ডিসেম্বর পড়ে গেলেও ঠান্ডার লেশমাত্র ছিল না । বেলা বাড়লেই বেশ গরম । মধ্য বঙ্গোপসাগরের দিক থেকে আসা ঘূর্ণাবর্তের প্রভাবেই এমন হচ্ছিল বলে জানা গিয়েছে । তবে, শনিবার ফের নামল পারদ । ঘূর্ণাবর্ত সরলেই ফের কনকনে ঠান্ডা পড়ার আশ্বাস দিয়েছে হাওয়া অফিস ।