অবশেষে সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather Update) । চলতি সপ্তাহেই ফের চেনা ছন্দে ফিরতে চলেছে শীত (Winter) । বৃহস্পতিবার থেকে তাপমাত্রা নামতে শুরু করবে । সপ্তাহের শেষে জাঁকিয়ে শীত পড়বে শহর কলকাতায় (Kolkata) ।
মঙ্গলবার কলকাতার তাপমাত্রা নিম্নমুখী । এদিন, সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Temperature) প্রায় এক ডিগ্রি কমে হয়েছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে । এদিন সকাল থেকেই কুয়াশায় ঢেকেছে চারপাশ । বুধবার পর্যন্ত কুয়াশার দাপট চলবে । হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহের শনি ও রবিবারের মধ্যে কলকাতায় ১৩ ডিগ্রি বা তারও নীচে নেমে যেতে পারে পারদ । কলকাতার পাশাপাশি জেলায় তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি নীচে নামবে ।
আরও পড়ুন, Vande Bharat Express Stone Pelting: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় দায়ের এফআইআর
দক্ষিণবঙ্গে শীত জাঁকিয়ে না পড়লেও, উত্তরবঙ্গে শীতের ব্যাটিং অব্যাহত । সম্প্রতি, দার্জিলিঙের তাপমাত্রা শূন্যে নেমেছিল । তুষারপাতের সম্ভাবনা রয়েছে ।