যাওয়ার আগেও জাঁকিয়ে নিজের অস্তিত্ব জানান দিতে তৈরি শীত। অব্যাহত তাপমাত্রার পারাপতন। হাওয়া অফিসের পূর্বাভাস মতো শুক্রবার রাতের তাপমাত্রা নেমে দাঁড়িয়েছিল ১৪ ডিগ্রি সেলসিয়াসে। সরস্বতী পুজো কেটেছে হাঁসফাঁস গরমে, সামনেই 'ভালোবাসার মরসুম'। তবে হাওয়া অফিস সূত্রে খবর, ভালোবাসার সপ্তাহ থেকেই পাকাপাকিভাবে বিদায় নিতে শুরু করবে শীত।
Discover Kolkata Pass: 'ডিসকভার কলকাতা' পাস , ৭ দিনে নির্ঝঞ্ঝাট ঘুরে দেখা যাবে তিলোত্তমার ২৫ জায়গা
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, পার্বত্য, সমতল, তরাই, ডুয়ার্সের জেলাগুলিতে রবিবার পর্যন্ত পারা পতন অব্যাহত থাকবে। গোটা রাজ্য জুড়েই চলছে আবহাওয়ার মুড স্যুইং। কখনও দমকা হাওয়ায় কেঁপে উঠতে হচ্ছে, কখনও বা শীতের মিঠে রোদ, আবার রাত বাড়তেই জাঁকিয়ে শীত। জানা যাচ্ছে, আগামী রবিবার পর্যন্ত তাপমাত্রা আরও নামবে৷