ষষ্ঠীতে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে সপ্তমী এবং অষ্টমীতেও। কিন্তু নবমীতে কী হবে? পুজোর শেষ লগ্নেও কি বিরূপ হবে প্রকৃতি? কী জানাচ্ছে হাওয়া অফিস?
আলিপুর আবহাওয়া দফতরের কথায় কিছুটা স্বস্তি পেতে পারেন কলকাতার দর্শনার্থীরা। তবে আশাহত হবে উত্তরবঙ্গের মানুষজন। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, নবমীতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, যা পুজোর আনন্দ মাটি করতে যথেষ্ট। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতাতেও বৃষ্টি হবে, তবে তা একটানা ভারী বৃষ্টিপাত নয়।
Durga Puja 2022: মহাষ্টমীতে প্রতিমাদর্শনে কলকাতায় জনজোয়ার, বৃষ্টি উপেক্ষা করেই উৎসবে সামিল বাঙালি
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
উত্তরবঙ্গের পূর্বাভাস ভালো নয়। হাওয়া অফিস জানিয়েছে, নবমীতে দার্জিলিং এবং কালিম্পঙের কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টিপাত, অর্থাৎন৭০ মিলিমিটার থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।