মেঘ ভাঙা বৃষ্টি, হড়পা বান, জোড়া বিপর্যয়ে বিধ্বস্ত সিকিম। তিস্তার জলস্তর ক্রমাগত বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের তিন জেলায় বৃহস্পতিবার মাত্রাতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা।
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই তিন জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে জারি কমলা সতর্কতা।
Sikkim Lanslide: সিকিমে আবার ধস, তিস্তার গভীরে তলিয়ে যাচ্ছে জাতীয় সড়ক, ভয়াবহ পরিস্থিতি সিকিমে
উত্তরবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গও। বৃহস্পতিবার সারা দিন আকাশ মেঘলা থাকবে। কলকাতার বিক্ষিপ্ত এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।