বর্ষা (Monsoon) এসেছে সেই কবে! অথচ, বৃষ্টি নেই তেমন। মাঝেমাঝে খানিকটা করে হলেও তাতে যেন ভরা বর্ষার আমেজটাই নেই। চলতি মরশুমে দক্ষিণবঙ্গে (South Bengal) এ এক চেনা ছবি হয়ে দাঁড়িয়েছে। রেকর্ড কম বৃষ্টিপাত। ঘাটতির পরিমাণ ৪৭ শতাংশ। অন্যদিকে, উত্তরবঙ্গে (North Bengal) সময়ের আগে প্রবেশ করে মৌসুমী বায়ু। এই মরশুমে উত্তরবঙ্গে স্বাভাবিকের (Bengal weather update) থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়ার এই মতিগতি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল।
শুক্রবার সকাল থেকেই শহর কলকাতার (Kolkata weather) আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Bengal weather update)। তবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা শুক্রবার নেই। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল গতকাল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: 'দিলওয়ালে দুলহানিয়া...' থেকে 'কুছ কুছ হোতা হ্যায়', সব চরিত্রেই একইরকম উজ্জ্বল কাজল
গতকাল কলকাতায় বৃষ্টিপাত (Kolkata rain) হয় ২.৩ মিলিমিটার। তবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়লেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বাড়াবে অস্বস্তি। আপাতত শহরের তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। শুক্রবার থেকে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টিপাত অপেক্ষাকৃত বৃদ্ধি পাবে। এই মরশুমের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে বৃষ্টিপাতের দেখা পাওয়া যায়নি। মৌসুমী বায়ু ছিল দুর্বল। এছাড়াও কোনও সুস্পষ্ট নিম্নচাপ বর্ষাকে কোনওভাবেই প্রভাবিত করেনি।