ফেব্রুয়ারির প্রথমে পারদ পতন হলেও ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather Update) । রবিবার রাত থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে । পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে । পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই কি ফের ঠান্ডা পড়বে ? নাকি বিদায়ের পথে শীত (Winter Update) ?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়তে পারে । তারপরেও বেশ কয়েকদিন তাপমাত্রা একই থাকবে । আর সেভাবে পারদ পতনের সম্ভাবনা নেই রাজ্যে । তবে, উত্তরবঙ্গে আগামী পাঁচদিন তাপমাত্রা একই থাকবে । জেলাগুলিতে কুয়াশার প্রভাব থাকবে । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,শীতের আর জোরালো প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই ।
আরও পড়ুন, BJP MLA joins TMC : ফের বিজেপিতে ভাঙন, ঘাসফুলে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল
রবিবার সকালে শীতের আমেজ থাকলেও গত কয়েকদিনের তুলনায় বেশ খানিকটা তাপমাত্রা বেড়েছে । এদিন সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস । তবে, এদিন রাত থেকেই হাওয়া বদলের পূর্বাভাস রয়েছে ।