স্বস্তির দিন শেষ। চৈত্রের শুরুতেই গরমের দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে গরম আরও বাড়বে আগামী কয়েক দিনে। বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিনে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। জলীয় বাষ্প থাকায় কোথাও কোথাও গরমের অস্বস্তি বাড়বে।আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই।
আগামী সপ্তাহে ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা।
বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৬ থেকে ৮৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।