বঙ্গে (West Bengal Weather Update) বর্ষা (Monsoon) ঢুকেছে বেশ কয়েকদিন আগেই । কিন্তু,দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rain Forecast in West Bengal) দেখা নেই । বরং গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গবাসীর । বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও তার আর দেখা মিলছে না । আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে । মঙ্গলবারও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (Rain in South Bengal) । এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ (Kolkata) দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কয়েকটি জেলায় । বৃষ্টি হতে পারে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে । এদিকে, আগামী কয়েকদিন দক্ষিণে তাপমাত্রা বাড়বে । আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে অনেকটাই ।
আরও পড়ুন, Bhawanipur couple murder update: টিভি চলছে, আলমারি খোলা, মেয়ে দেখলেন ঘরে পড়ে মা-বাবার রক্তাক্ত দেহ
উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢোকার পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে । দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস । মালদা এবং দুই দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ।
সপ্তাহের প্রথমেই ভ্যাপসা গরমে নাজেহাল কলকাতাবাসী । হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ।
দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের পরিস্থিতি তৈরি হয়েছে । কিন্তু, কবে ঢুকবে বর্ষা ? হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্তমানে একই অবস্থানে রয়েছে । দক্ষিণে কবে বর্ষা ঢুকবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া দফতর ।