শীত বিদায় নিয়েছে, আবার তেমন গরমও পড়েনি৷ সকালে শিরশিরানি কেটে যাচ্ছে বেলা বাড়লেই। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ফুরফুরে বসন্তের আমেজ। তীব্র দাবদাহের জ্বলন শুরু হওয়ার আগে এই কয়েকটা দিনই বাঙালির শান্তি। আপাতত আশার কথা শোনাচ্ছে হাওয়া অফিসও। এখনই তেমন গরম পড়ার সম্ভাবনা নেই।
যদিও শুক্রবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রবিবার নাগাদ খানিকটা গরম পড়বে। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। আকাশ থাকবে ঝকঝকে।
কলকাতার আবহাওয়াও রীতিমতো মনোরম। তবে বাকি দক্ষিণবঙ্গের মতো শুক্রবার থেকে কলকাতার তাপমাত্রাও কিছুটা বাড়বে। যদিও তা একেবারেই মাত্রাছাড়া নয়।
উত্তরবঙ্গে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। সেখানেও আবহাওয়া মনোরম৷ তবে সিকিমের দুর্যোগের প্রভাবে দার্জিলিঙের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।